বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে মেদিনীপুর সদরের জঙ্গলমহলের রাস্তায় ৩০ কিলোমিটার সাইকেল র্যালি ও সচেতনতা যাত্রা করলেন বনদপ্তরের উদ্যোগে জেলাশাসক ও পুলিশ সুপার। সঙ্গে ছিলেন বনদপ্তরের মুখ্য বনপাল সহ দুই ডিভিশনের ডি এফ ও। প্রায় ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে শনিবার সকালে হাজির হলেন পিড়াকাটা বনদপ্তরের অফিসে।