তুফানগঞ্জ ২: টাকোয়ামারি এলাকায় রাস্তায় আটকে পড়া লড়ি কাঠের গুঁড়ি দিয়ে তুলতে গিয়ে গুড়ি গালে লেগে গুরুতর আহত একজন, রেফার জেলায়
ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে তুফানগঞ্জ দুই ব্লকের টাকোয়ামারি এলাকার ঘটনা।ঘটনায় গুরুতর আহত ব্যাক্তির নাম গৌতম দাশ। পরিবারের তরফ থেকে জানা গেছে বালুভর্তি লড়ি নিয়ে আসার পথে রাস্তা খারাপের দরুন লরিটি আটকে যায়। ফলে কাঠের গুড়ি দিয়ে লরিটিকে তোলার চেষ্টা করা হয়েছিল। এতে সজোরে এসে কাঠের গুড়ি গৌতম দাসের গালে লাগে। ঘটনাস্থরে জ্ঞান হারিয়ে ফেলেন গৌতম দাস নামে ওই ব্যক্তি। তুফানগঞ্জ হাসপাতালে আনলে সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।