মাথাভাঙা ১: মাথাভাঙ্গা ভবেরহাট এলাকায় পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু
পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু। ঘটনাটি গতকাল গভীর রাতে মাথাভাঙা পচাগর গ্রাম পঞ্চায়েতের ভবের হাট এলাকায়। সোমবার বেলা 1 টা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসা হয়। জানাগেছে মৃত ব্যক্তির নাম মোমেনা বিবি (৪০) । তার বাড়ি পশ্চিম খাটের বাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে ওই দিন ওই মহিলা বাজর করতে ভবের হাট এলাকায় এসে।