ইটাহার: SIR আবহে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে দলীয় কর্মী ও ৩১৭ জন BLA-2 দের প্রশিক্ষণ ও সতর্কীকরণের ব্যবস্থা MLA মোশারফ হুসেনের
SIR আবহে অঞ্চলে অঞ্চলে সহায়তা শিবির খুলে দলীয় কর্মীদের বিধানসভা ভোটের প্রচার শুরুর নির্দেশ MLA মোশারফ হুসেনের। রবিবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে ব্লকের সর্বস্তরের তৃণমূল নেতৃত্ব এবং ৩১৭ জন বিএলএ-২ দের সঙ্গে নিয়ে জরুরি সভা করা হয়। এই সভা থেকে দলীয় কর্মী এবং বিএলএ-২ দের প্রশিক্ষণ ও একাধিক নির্দেশনা দেন MLA। পাশাপাশি MLA নেতা কর্মীদের সচেতন থাকার নির্দেশ দেন, যাতে যাতে কোনও ভাবে একটিও বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ না যায়।