রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে।উন্নয়নের পাঞ্চালি ট্যাবলো উদ্বোধন করা হলো বুদবুদের এমুইনেশন রোড থেকে।আজ বিকাল সাড়ে ৪টে নাগাদ ৯টি ট্যাবলো উদ্বোধন করা হয়।এদিন রাস্তার মাঝে ফিতে কেটে ট্যাবলো উদ্বোধন করেন গলসির বিধায়ক নেপাল ঘরুই,ব্লকের সভাপতি জনার্ধন চ্যাটার্জি,পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি,সহ সভাপতি অনুপ চ্যাটার্জি,বুদবুদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ অন্যান্যরা।