নারায়ণগড়: বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি 17 তম জেলা সম্মেলন আয়োজিত হলো
পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিম মেদিনীপুর জেলার ১৭ তম জেলা সম্মেলন আয়োজিত হলো রবিবার। উক্ত সম্মেলন থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ ও রাজ্য শিক্ষানীতি ২০২৩ বাতিলের দাবি সহ একাধিক দাবি তোলা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক আনন্দ বরন হ্যান্ডা, তপন দাস,তপনেশ দে প্রতাপ কুমার পন্ডা সহ অন্যান্যরা।