আগামী বাংলার ৯ মাঘ ইংরেজির ২৩ শে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে বীরভূম জেলার মুরারই২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের পাইকর হালদারপাড়ায় এক মৃৎ শিল্পী সরস্বতী ঠাকুর তৈরির করার কাজ জোর কদমে চলছে। জানা যায় পাইকর হালদার পাড়া থেকে সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী ঠাকুর পাইকর গ্রাম সহ আশপাশের গ্রামে নিয়ে যাওয়া হবে।আজ ৪ জানুয়ারি রবিবার আনুমানিক বিকেলের দিকে সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।