বড় সাফল্য কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশের, চুরি যাওয়া গয়না সহ গ্রেপ্তার 1। শুক্রবার পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ই জানুয়ারি পুন্ডিবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের হয় যেখানে বলা হয় এক ব্যক্তির বাড়ি থেকে দরজার তালা ভেঙ্গে দুই লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে। এই ঘটনার তদন্ত নেমে পুন্ডিবাড়ী থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এলাকার ঝুমন আলীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চুরি করা স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।