গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুর ব্লকের বাংলার বাড়ি ও পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন রাজ্যের সিনিয়ার ডেপুটি সেক্রেটারি
গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে 'বাংলার বাড়ি' প্রকল্প এবং 'পথশ্রী রাস্তাশ্রী' প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি সমিক ঘোষ।এদিন সিনিয়র ডেপুটি সেক্রেটারি ব্লকের জয়েন্ট বিডিও নাজমুল হক সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে ব্লকের পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত শহ একাধিক জায়গার বেশ কয়েকটি রাস্তার কাজ ঘুরে দেখেন।দেখেন বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের বাড়ি।