রঘুনাথপুর ১: পুরুলিয়ার রঘুনাথপুর থানার SI মৃন্ময় ভক্ত বলরামপুর থানায় বদলি হলেন
কয়েকদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাপক রদবদল হয়েছে।এমনকি পুরুলিয়া জেলার পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে।সেই বদলির রেশ কাটতে না কাটতেই ফের পুরুলিয়া জেলা পুলিশের দুজন সাব ইন্সপেক্টরকে বদলি করা হল। পুরুলিয়ার রঘুনাথপুর থানার সাব ইন্সপেক্টর মৃন্ময় ভক্তকে বদলি করে বলরামপুর থানায় সাব ইন্সপেক্টর পদে নিয়ে যাওয়া হয়েছে।অন্য দিকে বলরামপুর থানার ও সি সৌম্যদ্বীপ মল্লিককে বলরামপুর থানার ওসি থেকে সরিয়ে রঘুনাথপুর থানায় সেকেন্ড অফিসার পদে বদলি করা হয়েছে।