বিষ্ণুপুর ২: খাগড়ামুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবির ক্যাম্পে বিএলএ টুদের সঙ্গে বৈঠক করেন নবকুমার বেতাল
বিষ্ণুপুর দু'নম্বর ব্লকের অন্তর্গত খাগড়ামুড়ি অঞ্চল তৃনমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবির ক্যাম্প পরিদর্শন করতে যান বিষ্ণুপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ভোট রক্ষা শিবির ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি বিএল এ টুদের সঙ্গে আলোচনা বৈঠক করেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল।