অন্ডাল: দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হতে চলেছে উখড়া রেলওয়ে ওভার ব্রিজের কাজ, পরিদর্শনের রেলের CEO অজয় কুমার ও বিধায়ক
দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হতে চলেছে উখড়া রেলওয়ে ওভার ব্রিজের কাজ। পরিদর্শনের রেলের CEO অজয় কুমার ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অন্ডালের উখড়া সন্নিহিত মানুষের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিক এবং স্থানীয় মানুষ ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অন্ডালের উখরা বিভিন্ন এলাকার মানুষের নাভিশ্বাস রেলগেটকে নিয়ে, হাজার হাজার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল