কালচিনি: গুদামডাবরি এলাকায়, বাড়ি ক্ষতিগ্ৰস্থ করল হাতি, গৃহহীন পরিবার, পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি
একটি বাড়িতে কিছুক্ষণ সময়ের ব্যবধানে পরপর দুবার হাতি হানা দিয়ে পুরো বাড়ি ক্ষতিগ্ৰস্থ করল বর্তমানে গৃহহীন ঐ পরিবার। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকায়। বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ এলাকার বাসিন্দারা জানান গতকাল রাতে এলাকার বাসিন্দা শান্তি নৌবাগের বাড়িতে হাতি পরপর দুবার হানা দেয় পুরো বাড়ি ক্ষতি গ্ৰস্থ। এদিন ঘটনাস্থলে বনকর্মীরা ও আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব পৌছায়। সভাধিপতি জানান ক্ষতিগ্ৰস্থ পরিবারের পাশে আমরা আছি।