খেলা-মেলা, পুজোর মতো নানা কর্মসূচিতে অনুদান দিলেও চার মাস ধরে বকেয়া পড়ে আছে আশা কর্মীদের ইন্সেন্টিভ। ভাতা কম, বৃদ্ধি পাইনি বেতন। রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে কর্ম বিরতিতে নামলেন আশা কর্মীরা। ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ, বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে।