বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু, ডিসি–আরসি কেন্দ্র চিহ্নিত করতে স্কুল পরিদর্শন। চলতি বছরের যে কোনো মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে ডিসি ও আরসি কেন্দ্র নির্ধারণের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন স্কুল পরিদর্শন করলেন চাঁচল মহকুমা শাসক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।