দাঁড়িয়ে থাকা এক পথচারী ব্যক্তিকে ধাক্কা বাইকের। গুরুতর জখম পথচারী ও বাইক চালক দুই জন। মঙ্গলবার সন্ধ্যায় পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দশমথ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম পথচারীর নাম প্রশান্ত মণ্ডল। বাড়ি দশমথ গ্রামে। অন্যদিক বাইক চালকের নাম হাফিজুদ্দিন আহম্মেদ। বাড়ি হরিরামপুর থানার হাড়িপুকুর গ্রামে। জখম অবস্থায় দু'জনকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে পথচারীকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করেন চিকিৎসক।