INTTUC প্রতিষ্ঠা দিবসে গর্বের মুহূর্ত! রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি মাননীয় সুকুমার মুখার্জি মহাশয় ও INTTUC রামপুরহাট ২ সভাপতি প্রেমানন্দ মন্ডল মহাশয়ের হাতে পতাকা উত্তোলন। সঙ্গে উপস্থিত তারাপীঠ ম্যাজিক ম্যাক্সির সংগঠন, মা তারা ট্রাভেল এজেন্সি ও তারাপীঠ অটো ইউনিয়ন—সবার ঐক্যেই শক্তি, সবার হাতেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।