খোয়াই: খোয়াই জেলা পরিষদের মাঠে খোয়াই ব্লকের অধীন ২০০ জন দিব্যাঙ্গজনদের সর্বমোট 18 লক্ষাধিক টাকার উপর যন্ত্রাদি বিতরণ
Khowai, Khowai | Dec 3, 2025 আজ দুপুর একটা নাগাদ খোয়াই জেলা পরিষদের মাঠে খোয়াই ব্লকের অধীন ২০০ জন দিব্যাঙ্গজনদের যন্ত্রাদি বিতরণ এদিন এক এক করে যন্ত্রাদি বিতরণ করেন খোয়াই জেলার জেলা শাসক রজত পান্ত, অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই ব্লকের বিডিও অনিরুদ্ধ দাস, বিশিষ্ট সমাজসেবী অনিমেষ নাগ।