ভুয়ো বাবা সাজিয়ে ভোটার লিস্টে এবং SIR তালিকায় নাম তোলার অভিযোগ উঠলো আলিপুরদুয়ার -1 ব্লকের সোনাপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে।এই নিয়ে সোমবার বিকেল চারটা নাগাদ অভিযোগ জানানো হলো আলিপুরদুয়ার -1 বিডিও অফিসে।এদিন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে ওই অভিযোগ করা হয় বিডিও অফিসে।তাদের অভিযোগ বাংলাদেশ থেকে এসে এক ব্যক্তি সোনাপুর এলাকার স্থায়ী বাসিন্দা হয়েছেন।