অন্যান্য বছরের মতো এই বছরও চন্দ্রকোনা রামজীবনপুর পৌরসভার উদ্যোগে রামজীবনপুর উৎসবের আয়োজন করা হলো রামজীবনপুর এলাকায়, উৎসবের পাশাপাশি আয়োজন করা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা।আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত চলবে ক্রীড়া প্রতিযোগিতা, তারপর ১ মাস ব্যাপী চলবে উৎসব মেলা। আজ রামজীবনপুর উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেয়োয়ারি সহ পৌরসভার কাউন্সিলর রা