বাসন্তী: সোনারপুরে পঞ্চায়েত প্রধান–উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ,বাসন্তী থেকে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা বিকাশ সরদার।
বাসন্তী : সোনারপুরে পঞ্চায়েত প্রধান–উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলেরই দুই সদস্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ—রাজনৈতিক উত্তেজনায় তপ্ত এলাকা সোনারপুর ব্লকের কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানকে ঘিরে তীব্র বিক্ষোভ এবং হেনস্থার অভিযোগে তপ্ত হল পঞ্চায়েত অফিস চত্ত্বর। অভিযোগ, তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্য সাইনাজ বেগম ও রবীন মণ্ডল দলবল নিয়ে পঞ্চায়েত প্রধান দেবশ্রী নস্কর এবং উপপ্রধান মাধব মণ্ডলের উপর চড়াও হন। ভাইরাল ভিডিও।