গাজোল উৎসব ২০২৬ সিধু কানু বিরসা জিতু মেলা ৩৫ বছর এ পদার্পণ করেছে। আজকের চতুর্থ তম দিনে ছিল যেমন খুশি বসে অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন বিভাগে প্রায় দুই শতাধিক পড়ুয়ারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পাশাপাশি গাজোল উৎসব কমিটির পক্ষ থেকে শিশু স্বাস্থ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল শনিবার বেলা একটা নাগাদ মেলা প্রাঙ্গণের স্টল গুলিতে। তিনটি বিভাগের তিনটি স্টল করা হয়েছিল শিশু প্রদর্শনের জন্য। শিশুদের হাইট ওয়েট সহ একাধিক বিষয় নিয়ে শিশু স্বাস্থ্য প্রদর্শন