নলহাটি ২: বারা,নওয়াপাড়া সহ অন্যান্য গ্রামে SIRএর ফর্ম পূরণের সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা মহিলা সভানেত্রী
নলহাটি দুই নম্বর ব্লকের নওয়াপাড়া,বারা সহ আরো অনান্য গ্রামে তৃণমূলের বাংলার ভোট রক্ষার শিবির অর্থাৎ SIR এর ফর্ম পূরণের সহায়তা কেন্দ্র পরিদর্শন যান বীরভূমের জেলা মহিলা সভানেত্রী সাহারা মন্ডল। বিভিন্ন ক্যাম্পে তিনি ফর্ম পূরণের বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক মহিলা সভানেত্রী ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ চন্দ্রানী দত্ত , জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরী কর্মাধ্যক্ষ।