ভগবানগোলা ২: হাসানপুরে ১১ হাজার ভোল্টের দাপটে আতঙ্ক! জীবনের ঝুঁকি নিয়ে দিনযাপন, ক্ষুব্ধ গ্রামবাসীদের আলটিমেটাম — “ফ্রি-তে না সরালে
মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার আখরগঞ্জ পঞ্চায়েতের হাসানপুর গ্রামের একাংশে চলছে চরম বিদ্যুৎ-সন্ত্রাস। প্রায় কুড়িটি বাড়ির ঠিক মাথার উপর দিয়েই ঝুলছে ১১,০০০ ভোল্টের লাইন। বহুদিন ধরেই এই লাইনের তাণ্ডব নিয়ে বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই ঘটেছে বড়সড় দুর্ঘটনাও — বাড়ির নির্মাণকাজ চলাকালীন হঠাৎ শর্ক লেগে গুরুতর জখম হন এক শ্রমিক। হাসপাতালে ভর্তি হয়ে দিন কাটাতে হয়েছে তাঁকে।অভিযোগ, বারবার জানিয়েও সুরাহা নেই গ্রামবাসীরা জানান, ভগবানগোলা স্টেশন