রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন ধরেই পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের চেলিয়ামা হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত এডভ্যানস ডায়গনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।এদিনের ঐ শিবিরে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা যুব তৃণমূলের জেলা সভাপতি গৌরব সিং,মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী মীনু বাউরি,সহ তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি বরুণ মাহাথা,স্বপন মাহাথা,সন্দীপ মাহাত,রুবি চক্রবর্তী,অম্লান মুখার্জী,ঠাকুরদাস বাউরি সহ অন্যান্যরা।