আরামবাগ মহকুমায় প্রথম কৃষকের হাতে এগ্রিকালচার ড্রোন তুলে দেওয়া হল।জানা গেছে,এই আধুনিক ড্রোন মাত্র ৮-১০ মিনিটে এক একর জমিতে কীটনাশক ছড়াতে সক্ষম।৫০% সরকারি ভর্তুকির মাধ্যমে সেই ড্রোন সালেপুরের কৃষক হাতে তুলে দিলো আরামবাগ পঞ্চায়েত সমিতি।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি,ব্লকের সহকারী কৃষি পরিচালক সহ অন্যান্যরা।ধানক্ষেতে কীটনাশক ছড়ানোর সময় অনেক সময় কৃষকদের সাপের কামড়ের ঝুঁকির মুখে পড়তে হয়।ঝুঁকি কমাতে এই ড্রোন অত্যন্ত উপযোগী হবে বলে মনে করছেন সকলে।