ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে অবৈধ বালি কারবারে কড়া বার্তা —পুলিশের ফের কঠোর অভিযানে গ্রেফতার ৫, আটক একাধিক বালি বোঝাই ট্রাক
অবৈধ বালি পাচার রুখতে সাম্প্রতিক সময়ে রাজ্যে যে কয়েকটি জেলা সবচেয়ে কড়া অবস্থান নিয়েছে, তার প্রথম সারিতে এখন নাম ঝাড়গ্রাম জেলা পুলিশের। একের পর এক সফল অভিযান, নিয়মিত নাকা চেকিং, সীমান্তে নজরদারি—সব মিলিয়ে জেলার আইনশৃঙ্খলা বাহিনী আজ কার্যত বালি মাফিয়াদের আতঙ্ক। স্থানীয়দের কথায়, “এখন আর পাচারকারীরা বালি নয়—ডর নিয়ে হাঁটে!” এই লাগাতার সাফল্যের ধারাকে আরও এক ধাপ এগিয়ে সোমবার ভোরে ফের বড় পদক্ষেপ।জামবনি থানার পুলিশ চিঁচিড়া এলাকায় আটক করে পাঁচটি বালি বোঝাই ট্রাক।