গঙ্গার তীব্র ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে রতুয়ার মহানন্দাটোলা অঞ্চলের একাধিক গ্রাম। প্রশাসন ভাঙ্গন রোধে এখনো কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। এমন অবস্থায় নদী ভাঙ্গন থেকে এলাকা বাঁচাতে পূজা অর্চনায় মেতে উঠলেন কাটাহা দিয়ারা এলাকার বাসিন্দারা। নদীর পাড়ে গ্রামের সহ-শয়ে মহিলা পুরুষ একত্রিত ভাবে চালালেন পূজা অর্চনা। নদী ভাঙ্গন থেকে এলাকার রক্ষা করার প্রার্থনা করলেন গ্রামের বাসিন্দারা। এই পূজা অর্চনাকে কেন্দ্র করে বহু মানুষ একত্রিত হয়।