বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মালদা জেলা জুড়ে বড়সড় প্রভাব ফেলার প্রচেষ্টা মিম পার্টির নেতৃত্বেদের। জেলা জুড়ে প্রায় প্রতিটি বিধানসভা এলাকাতে নানান ধরনের কর্মসূচির লাগাতার ভাবে চালাচ্ছে সংগঠনের নেতা কর্মীরা। মানিকচক বিধানসভার ভূতনির উত্তর চন্ডিপুরে একটি সদস্য সংগ্রহ সভার মধ্য দিয়ে সকল প্রান্তের মানুষকে মিম পার্টির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।ভাঙ্গন বিধ্বস্ত এলাকার মানুষের সমস্যা নিয়ে অন্যান্য দল শুধু রাজনীতি করবে মিম লড়াই করবে বলে দাবি।