ঘটনাটি মারগ্রাম থানার ভাবকি মোড়ের ঠিক আগেই। বুধবার রাত্রি প্রায় নটা নাগাদ, ঘুটঘুটে অন্ধকার রাস্তায় চায়না ভ্যানটি রাস্তার পাশে রেখে মাঠের মধ্যে মলত্যাগ করতে যান চালক। সেই সময় এক যুবক হেলমেট পরে হাসনের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলো চোখে লাগায় অন্ধকারে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা চায়না ভ্যানটি ঠিকমতো বুঝতে না পেরে সজোরে ধাক্কা মারেন তিনি।