খয়রাশোল: শিশু সুরক্ষা থেকে সাইবার সচেতনতা, রসা হাই স্কুলে স্বয়ংসিদ্ধার বিশেষ কর্মসূচি
স্বয়ংসিদ্ধার উদ্যোগে রসা হাই স্কুলে শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোরী গর্ভধারণ ও সাইবার অপরাধ প্রতিরোধে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার। কর্মসূচিতে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন কাকড়তলা থানার ওসি মহম্মদ সাকিব সাহাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, চাইল্ডলাইন (CINI) প্রতিনিধি ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ছাত্রছাত্রীদের সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।