মুখ্যমন্ত্রী পথশ্রী ৪ প্রকল্পের সূচনার পর জেলা জুড়ে শুরু হয়েছে রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ। আজ চাপড়ার আলফা ও পিঁড়পাগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে সংস্কারের সূচনা করা হয়। ফিতে কেটে রাস্তা সংস্কারের শুভ সূচনা করেন নদীয়ার জেলাশাসক অনীশ দাসগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর।