বর্ধমান ১: বর্ধমান শাঁখারী পুকুর উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসবের শুভ উদ্বোধন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
বর্ধমান শাঁখারী পুকুর উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসবের শুভ সূচনা হয়ে গেল শনিবার বিকেল ৩: ৩০মিঃ। এদিন বর্ধমান পৌর উৎসবের শুভ উদ্বোধন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরগন। এবছর বর্ধমান পৌর উৎসবের ট্যাগলাইন প্রাণের গান প্রাণের মান বন্দে মাতারম।