হাড়োয়া: নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করছে, হাড়োয়া'য় অভিযোগ করলেন, পঞ্চায়েত সমিতির সহ -সভাপতি আব্দুল খালেক মোল্লা
নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করছে, রাজনৈতিক গেম খেলার চেষ্টা করছে, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হাড়োয়া পঞ্চায়েত সমিতির দপ্তরে বললেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা। অভিযোগ হাড়োয়া ও মিনাখাঁ বিধানসভার প্রায় ৮৬ ভোটারের নতুন করে শুনানি হবে,এই প্রসঙ্গে আব্দুল খালেক মোল্লা বলেন, নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করছে, রাজনৈতিক গেম খেলার চেষ্টা করছে। বিস্তারিত কি বললেন শুনুন।