পুরুলিয়া ২: পুরুলিয়া আপনা ঘর আশ্রমের আবাসিকের মৃত্যু, ময়নাতদন্তে দেহ পাঠানো হয় পুরুলিয়া মেডিকেলের মর্গে
মৃত্যু হল পুরুলিয়া শহরের আপনা ঘর আশ্রমে থাকা আবাসিক এক যুবকের । অজ্ঞাত পরিচয় ওই যুবকের আনুমানিক বয়স প্রায় 35 বছর । পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে তাকে মৃত ঘোষণা করা হয় । হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুরুলিয়া সদর থানার পুলিশ ।