বহরমপুর: লালসড়ক মোড়ে বিজেপির পরিবর্তন পথসভা, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের লালসড়ক মোড়ে বিজেপির উদ্যোগে পরিবর্তন পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। সভা মঞ্চ থেকে বিজেপি নেতৃত্বরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। শুক্রবার সন্ধ্যায় জেলা নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য সরকারের নীতির ফলে সাধারণ মানুষ নানাভাবে সমস্যার মুখে পড়ছেন। পরিবর্তন সভা থেকে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করা হয়।