এবছর নীলপুর যুব উৎসব ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে শহর বর্ধমানের ছোটনীলপুর পীরতলা সংলগ্ন ঘোষের মাঠে যা বিবেকানন্দ কলেজ সংলগ্ন মাঠ। এই নীলপুর যুব উৎসব ২০২৬ চতুর্থ বর্ষে পদার্পণ করল বলে জানালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার। তিনি জানান জাগরণী সংঘের মাঠের পরিবর্তে এবছর ছোটনীলপুর পীরতলা সংলগ্ন ঘোষের মাঠে অনুষ্ঠিত হবে নীলপুর যুব উৎসব যা আগামী ১৩ই জানুয়ারি হতে ১৭ই জানুয়ারি পর্যন্ত চলবে। নীলপুর যুব উৎসব উদ্বোধন করবেন অভিনেতা দেব