একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় আজকে এক দিবসীয় নরেন্দ্রকাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুর অঞ্চলের গেঙাড়া এলাকায় । গেঙাড়া হাইস্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় । খেলাতে পুরুলিয়া জেলার সাতটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেছে ।