পুরুলিয়া ২: জয়পুর থানা এলাকায় টাটা ধানবাদ জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, প্রতিক্রিয়া আত্মীয়ের
হাট থেকে বাড়ি ফেরার সময় টাটা ধানবাদ জাতীয় সড়কে চার চাকার ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের । গতকাল ঘটনাটি ঘটলেও আজকে দেহটির পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করানো হয় । মৃতের নাম বিকাশ মাহাতো । বাড়ি জয়পুর থানার চাঁপাইটাড় এলাকায় ।