আগামী ১২ ই জানুয়ারি চোপড়ায় আসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতা প্রদীপ ভান্ডারী, তারই প্রস্তুতি হিসেবে বুধবার বিকেল চারটা নাগাদ চোপড়া ব্লকের বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে কালাগছ আলোড়নী ময়দানে একটি সভার আয়োজন করা হয় চোপড়া ব্লক বিজেপির পক্ষ থেকে, এ বিষয়ে বিজেপি নেতা ভবেশ কর জানান, আগামী বারই জানুয়ারি চোপড়ায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা প্রদীপ ভান্ডারী সে বিষয়ে তাদের আজ এই প্রস্তুতি সভা, ১২ তারিখের সভা কোথায় হবে এ নিয়ে এখনো সংগঠনের পক্ষ