করণদিঘি: গভীর রাতে ডালখোলা শহরে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি, তদন্তে পুলিশ
গভীর রাতে ডালখোলা শহরের এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা দাবি বাড়ি মালিকের। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। জানা গিয়েছে ওই ওয়ার্ডের বাসিন্দা ক্রিস কুমার নামে এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ব্যক্তির বাড়িতে পরপর দুটি বোমা মারার অভিযোগ। একটি দেওয়ালে ও আরেকটি বাড়ির উঠানে।