স্টলে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। চুঁচুড়ার মাঠের ধারে রয়েছে একাধিক স্টল। সেখানেই রয়েছে তমাল মজুমদারের একটি স্টল। আজ সকালে স্টল খুলতে এসে দেখে স্টলের দরজা ভাঙ্গা, ভেতর থেকে সমস্ত দামি দামি সিগারেট উধাও। এরপরেই চুঁচুড়া থানায় গিয়ে চুরির বিষয়টি পুলিশকে জানাই তমাল।