পাণ্ডবেশ্বর: বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চমী রাত ৯ঃ৩০ টায় উপচে পরল ভিড় দুর্গাপুরের চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপে
চলো যাই পুজোর বাজার অভিনবত্ব উদ্যোগ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। রীতিমতো বিধায়ক নিজে বাজারে নিয়ে গিয়ে ৮০০ জন বাচ্চার পুজোর বাজার করলেন কচিকাচাদের। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে এলাকার প্রায় ৮০০ জন বাচ্চা কচিকাঁচাদের বিভিন্ন দোকানে দোকানে নিজেদের পছন্দমত বাজার করালেন বিধায়ক শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময়। স্বভাবতই খুশি কচিকাঁচাদের মা-বাবারা।