কর্মাডী এলাকায় টোটো উল্টে বিপত্তি ঘটল, আহত দুই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা নাগাদ ঝালদা বাঘমুন্ডি সড়কের উপর কর্মাডী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি মারল একটি টোটো গাড়ি। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করে পাশ্বর্বতী একটি হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করা হয়। দুই জন আহত বলে খবর। তবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেল। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।