রামনগর ১: পরকীয়ার জেরে খাদাল গোবরা গ্রামের যুবককে পিটিয়ে খুন,৫ জন গ্রেপ্তার, কাঁথি আদালতে পেশ
দীঘার খাগালগোবরা গ্রামের যুবক তাপস মাইতিকে পরকীয়ার জেরে পিটিয়ে খুনের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করলো দীঘা থানার পুলিশ |তাদেরকে আজ কাঁথি আদালতে পেশ করা হয় |জানা গিয়েছে সুষমা শ্যামলের সঙ্গে আনন্দ শ্যামলের বিয়ের কয়েক বছর পরেই মনমালিন্য শুরু হতে থাকে |সুষমা বাপের বাড়িতে থাকাকালীন তার সঙ্গে তাপসের সম্পর্ক গড়ে ওঠে|সুষমার স্বামী ও বাপের বাড়ির লোকজন জানতে পেরে সুষমার বাড়ির সামনে তাপস গেলে পরিবারের লোকজন ধরে অর্ধলগ্ন পিটিয়ে খুন করে এই ঘটনায় পাঁচজন গ্রেফ