মহিষাদল: গ্রান্ড পেরেন্টস ডে,ফুড ফেস্টিভ্যাল ও বুক ফেয়ারে মহিষাদলের বেসরকারি স্কুলে উপস্থিত অধ্যাপক হরিপদ মাইতি
দাদু-ঠাকুমা ও পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে মহিষাদলের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়াদের শুধু পুঁথিগতবিদ্যার মধ্যে আবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজন করা হলো গ্রান্ড পেরেন্টস ডে, বুক ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল।বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল চারটে পর্যন্ত।প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, চিকিৎসক অমিত প্রধান, দেবাশিস মাইতি,রমেশ সাঁতরা সহ অন্যান্যরা।