নিতুড়িয়া: নিতুড়িয়ার সড়বড়িতে কলসযাত্রা, হোমযজ্ঞ ,পূজা অর্চনার মধ্য দিয়ে শনি মহারাজের বার্ষিক মহোৎসব উদযাপন
নিতুড়িয়ায় সড়বড়িতে কলসযাত্রা, হোমযজ্ঞ ,পূজা অর্চনার মধ্য দিয়ে ধুমধাম সহকারে শনি মহারাজের ২০ তম বার্ষিক মহোৎসব উদযাপন হল। শনিবার সকালে দামোদর থেকে কলসে জল ভর্তি করে শোভাযাত্রার মধ্য দিয়ে শনি মহারাজের মন্দিরে এসে পৌঁছায় মহিলারা। এরপর হোমযজ্ঞ পূজা অর্চনার মধ্য দিয়ে সারাদিন ধরেই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শনিবার সন্ধ্যায় মন্দিরে পূজাপাঠ, সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। পূজা কমিটির সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, এই মহারাজের পুজো আমাদের এলাকার ঐতিহ্য।