কুমারগ্রাম ব্লকের বারবিশা চৌপথীতে ৩১ নম্বর সি জাতীয় সড়কে যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে গাড়ি। রবিবার এমনটাই লক্ষ্য করা গেল। জাতীয় সড়কের উপর গাড়ি পার্কিং করে রাখার ফলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অভিযোগ, পুলিশ ও ট্রাফিক পুলিশের চোখের সামনে জাতীয় সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা হলেও এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ।