চুঁচুড়া-মগরা: স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক, ঘটনাটি মগরা থানায় এলাকার
স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী। গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক। মগরা থানার অন্তর্গত শেরপুর এলাকায় প্রসেনজিৎ ও রত্না দাস বসবাস করতেন। প্রসেনজিতের পরিবারের অভিযোগ রত্নার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগড়ের সুব্রতর। গতকাল সুব্রত মদ্যপ অবস্থায় প্রসেনজিতের বাড়িতে আসে। সেখানেই ঝামেলা হয় তখন সুব্রত একটি ছুরি দিয়ে প্রসেনজিৎ কে আঘাত করে। হাসপাতলে প্রসেনজিতকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ রত্না ও সুব্রতকে গ্রেফতার করেছে।