মানবাজার-১ নং ব্লকের বারমেস্যা রামনগর অঞ্চলের বুধপুর কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংগঠনিক বৈঠক। মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ এই বৈঠক শুরু হয়।উপস্থিত ছিলেন ছত্রিশগড় রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক পবন সাঁই,পুরুলিয়া জেলা সেক্রেটারি জনপ্রিয় ঘোষ, পুরুলিয়া জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি ময়না মুর্মু সহ দলীয় কমীরা।